• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অ্যাশেজে পাঁচ উইকেট নিয়ে পাঁচ রেকর্ড কামিন্সের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৭:৫৬ পিএম
অ্যাশেজে পাঁচ উইকেট নিয়ে পাঁচ রেকর্ড কামিন্সের 

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকটা দুর্দান্ত হলো প্যাট কামিন্সের। তার অনবদ্য বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা। অধিনায়ক হিসেবে অভিষেকের দিনে পাঁচ উইকেট নিয়ে পাঁচটি রেকর্ড গড়েছেন কামিন্স। 

চলুন দেখে নেই কামিন্সের পাঁচ রেকর্ড--

১) অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন কামিন্স। এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। মেলবোর্নে ১৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ১২৭ বছর পরে সেই রেকর্ড স্পর্শ করলেন কামিন্স।

২) অস্ট্রেলিয়ার চতুর্থ অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিলেন কামিন্স। গ্রিফিনের পরে ১৯৬২ সালে রিচি বেনো টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০১২ সালে অ্যাশেজে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

৩) অ্যাশেজে এক টেস্টে পাঁচ উইকেট নেওয়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন কামিন্স। তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জ গ্রিফিন, রিচি বেনো, মাইকেল ক্লার্ক ও প্যাট কামিন্স। তালিকায় একমাত্র ইংরেজ অধিনায়ক হলেন বব উইলিস। ১৯৮২ সালে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

৪) অধিনায়ক হিসেবে টেস্টের প্রথমদিনে পাঁচ উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন কামিন্স। এর আগে টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন ১৮৮৯ সালে ইংল্যান্ডের অধিনায়ক চার্লস স্মিথ, ১৯৩৬ সালে ইংল্যান্ডের অধিনায়ক জর্জ অ্যালেন ও ১৯৮২ সালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খান।

৫) অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় ভারতের অনিল কুম্বলে, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও আফগানিস্তানের রশিদ খানকে স্পর্শ করলেন কামিন্স।

Link copied!